ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অজিরা

ক্রীড়া ডেস্ক

ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অজিরা
ফিঞ্চের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অজিরা

শ্রীলংকার বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে অজিরা। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ৯.৩ ওভারে স্কোরবোর্ডে ফিফটি রান যোগ করেন।

ইনিংসের শুরু থেকেই সাবধানী ব্যাটিং করে যান দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার। ১৬.৪ ওভারে দলীয় ৮০ রানে লংকান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে বিভ্রান্ত হন ওয়ার্নার। বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ২৬ রান করেন তিনি।

এর পর ওসমান খাজা ১০ রান করে আউট হলেও দ্রুত গতিতে রান তুলছেন ফিঞ্চ ও স্মিথ। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৯৯ বলে তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন। ফিঞ্চ ও স্মিথে ৬১ বলে ৮৫ রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এরিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩.১ ওভারে ২ উইকেটে ১৮৫রান। ফিন্স ১০০ বলে ১০২ রানে এবং স্মিথ ৩১ বলে ৩৬ রানে অপরাজিত আছেন।

শনিবার লন্ডনের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথসে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে