রোহিতের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩৩৬

ক্রীড়া প্রতিবেদক

রোহিতের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩৩৬
ছবি : ইন্টারনেট

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি এবং বিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তানকে বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে ভারত। বিশ্বকাপে আজ রোববার পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করেছে বিরাট কোহলির দল।

বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। শঙ্কা বাড়ছিল ম্যাচ ঠিকমত শেষ হবে তো। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি থামল এবং ভারত পুরো ৫০ ওভার ব্যাটও করল। ভারতীয় ওপেনার রোহিত শর্মা ১১৩ বলে ১৪টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৪০ রান করেছেন। এবারের বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। আর ওয়ানডেতে এটি তার ২৪তম সেঞ্চুরি।

ভারতে দেয়া লক্ষ্য পার হতে হলে রীতিমত ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে। বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৭ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে। এবার পাকিস্তানকে জিততে হলে এই রেকর্ডই ভাঙতে হবে। পারবেন কি না পাকিস্তানি ব্যাটসম্যানরা, সেটা সময়ই বলে দেবে।

অধিনায়ক বিরাট কোহলি ৬৫ বলে ৭৭ রান করে অপরাজিত আছেন। ৫৭ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। ১৯ বলে ২৬ রান করেছেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ৩টি, হাসান আলী ১টি ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট শিকার করেছেন।

ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন। ওপেনিংয়ে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত ও রাহুল। ২৪তম ওভারে রাহুল ফিরে গেলে ৯৮ রানের জুটি গড়েন রোহিত ও কোহলি। দুর্দান্ত ইনিংস খেলে ৩৯তম ওভারে স্কুপ শট খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ হন রোহিত। এক্ষেত্রে বোলার ছিলেন হাসান আলী।

রোহিত ফিরে গেলে পান্ডিয়া নেমে ঝড় তোলে। কিন্তু তিনি ইনিংস বড় করতে পারেননি। ৪৪তম ওভারে আমিরের শিকার হন তিনি। ৪৬তম ওভারে আমিরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মহেন্দ্র সিং ধোনি।

৪৬.৪ ওভারে যখন ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩০৫ তখন নামে বৃষ্টি। বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে আমিরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন বিরাট কোহলি।

টুর্নামেন্টে এটি ভারতের তৃতীয় ম্যাচ। তবে পাকিস্তানের এটি পঞ্চম ম্যাচ। ভারত আগের তিনটি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। আর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরে স্বাগতিক ইংল্যান্ডকে হারায় পাকিস্তান। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার কাছে হারে সরফরাজ আহমেদের দল। তাই আবার জয়ের ফেরার জন্য মরিয়া পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস: ৩৩৬/৫ (৫০ ওভার)

(লোকেশ রাহুল ৫৭, রোহিত শর্মা ১৪০, বিরাট কোহলি ৭৭, হার্দিক পান্ডিয়া ২৬, মহেন্দ্র সিং ধোনি ১, বিজয় শঙ্কর ১৫*, কেদার যাদব ৯*; মোহাম্মদ আমির ৩/৪৭, হাসান আলী ১/৮৪, ওয়াহাব রিয়াজ ১/৭১, ইমাদ ওয়াসিম ০/৪৯, শাদব খান ০/৬১, শোয়েব মালিক ০/১১, মোহাম্মদ হাফিজ ০/১১)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে