বিশ্বকাপে আজ ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে ছুটছে বাংলাদেশ। ১৪তম ওভারে দলীয় শতরান পূর্ণ করেছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ১ উইকেটে ১১৯ রান। তামিম ব্যাট করছেন ৪৭ রানে এবং সাকিব ৩৩ রানে। এর আগে ২৩ বলে ২৯ রান করে আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার।
প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন শাই হোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন এভিন লুইস। ২৬ বলে ৫০ রান করেন শিমরন হেটমায়ার। ১৫ বলে ৩৩ রান করেন জ্যাসন হোল্ডার।
- দাম বাড়ানোর ৪ দিন পরই কমলো স্বর্ণের দাম
- আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না : ওবায়দুল কাদের
- সংসদে ১৫ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট শিকার করেন।