স্বপদে বহাল হলেন ১২ জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট

স্বপদে বহাল হলেন ১২ জেলা প্রশাসক
স্বপদে বহাল হলেন ১২ জেলা প্রশাসক

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেও ১২ জেলার ডিসিকে তাদের স্বপদে বহাল রাখা হয়েছে। রবিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি না হওয়া এই জেলা প্রশাসকরা হলেন সিরাজগঞ্জের ডিসি কামরুন নাহার সিদ্দিকা, মুন্সীগঞ্জের ডিসি বেগম সায়লা ফারজানা, রাজবাড়ীর ডিসি মো. শওকত আলী, বাগেরহাটের ডিসি তপন কুমার বিশ্বাস, ময়মনসিংহের ডিসি ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, যশোরের ডিসি মো. আব্দুল আউয়াল, মৌলভীবাজারের ডিসি মো. তোফায়েল ইসলাম ও রংপুরের ডিসি এনামুল হাবিব, নারায়ণগঞ্জের ডিসি রাব্বী মিয়া, গোপালগঞ্জের ডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ফরিদপুরের ডিসি উম্মে সালমা তানজিয়া ও গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এর আগে, গত ১১ জুন ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আজকের এই প্রজ্ঞাপনের পর এই ১২ আমলা এর আগে যেসব জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন তারা সেসব জেলাতেই ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে