বিশ্বকাপে প্রতিপক্ষ ছাড়াও বৃষ্টি একটা বড় চিন্তার কারণ। বাংলাদেশের জন্য আজ অনেকটা বাঁচা-মরার লড়াই। তাই ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলে বড় ক্ষতি হয়ে যাবে মাশরাফিদের। তবে সুখবর হলো আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী আজ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির তেমন আশঙ্কা নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়েছে মাশরাফিদের। এ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের আক্ষেপের শেষ নেই। যদিও লঙ্কানদের বিপক্ষে খেলা হলে লড়াই করেই জিততে হতো মাশরাফিদের। তারপরও দেশ ছাড়ার আগে যে কয়েকটি ম্যাচে জেতার লক্ষ্য স্থির হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাদের অন্যতম। সে কারণে আক্ষেপটা একটু বেশিই। টন্টনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুশি হতেই পারেন দর্শকেরা। আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, এ ম্যাচে বৃষ্টির শঙ্কা অনেকটাই কম।
এবার বিশ্বকাপে বৃষ্টি যেন বড় প্রতিপক্ষ। এখন পর্যন্ত টুর্নামেন্টের চারটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তিনটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে। এ ছাড়া ম্যাচের মাঝখানে বৃষ্টির বাগড়া তো ছিলই। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও হুট করেই ম্যাচের মাঝখানে হাজির হয়েছিল বৃষ্টি। তাতে অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সুখবর হলো আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির শঙ্কা খুবই কম।
আজ সকাল থেকেই টন্টনে হাসছে আলোঝলমলে রোদ। অ্যাকুওয়েদার অ্যাপের আবহাওয়া প্রতিবেদন অনুসারে, খুব বেশি হলে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। তবে ম্যাচের সময় বৃষ্টি এসে বাগড়া দেওয়ার আশঙ্কা নেই। হলেও খুবই কম। বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ আসতে আসতে কমতে থাকবে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো শঙ্কা নেই।
দুই দলেরই পয়েন্ট সমান। তবে রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেয়ে দুই ধাপ ওপরে অবস্থান করছে জেসন হোল্ডারের উইন্ডিজ। আজ বাংলাদেশ জিতলেই টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে। মানসিক দিক থেকে অবশ্য মাশরাফিরা একটু এগিয়েই থাকবেন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ক্যারিবীয়দের একেবারে নাকানিচুবানি দিয়ে ছেড়েছেন মাশরাফিরা। বিশ্বকাপে কী হয়, সেটা দেখারই অপেক্ষা এখন।