আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার পর থেকেই সাকিব আল হাসান একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। বিশ্বকাপের আগে বিশ্বসেরার মুকুট ফিরে পান বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।
আজ সোমবার ইংল্যান্ডের টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রান করার মধ্য দিয়ে ছয় হাজারি ক্লাবের সদস্য হন সাকিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ৩৮ বলে ৪৮ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে রয়েছেন লিটন। এর আগে ৫ বলে ১ রান করে আউট হয়েছেন মুশফিক।
সাকিবের আগে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে ছয় হাজারী ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল।
তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের এই তারকা ক্রিকেটার ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটির সাহায্যে এই রান করেছিলেন শচীন।
- দাম বাড়ানোর ৪ দিন পরই কমলো স্বর্ণের দাম
- সংসদে ১৫ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
- আওয়ামী লীগ সুবিধাবাদীদের পার্টি না : ওবায়দুল কাদের
শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেট দ্বিতীয় সর্বোচ্চ ১৪ হাজার ৩৪৩ রান সংগ্রহ করেন। তিনি ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি ফিফটির সাহায্যে এ রান করেন।
একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৭০৭ রান করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।