সরকার জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকির কারণে পানিসংকট মোকাবিলাসহ কাঙ্ক্ষিত উন্নয়নের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় মহাপরিকল্পনা নিয়েছে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’। এটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প নেবে সরকার, যাতে ব্যয় হবে প্রায় ২,৯৭৮ বিলিয়ন টাকা (২ লাখ ৯৭ হাজার ৮০০ কোটি টাকা)।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ তথ্য জানান।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর আওতায় প্রথম পদক্ষেপ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের সব জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। গত বছরের ডিসেম্বর থেকে এ প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে।
- আর ২ মামলায় জামিন হলেই খালেদার মুক্তি : মওদুদ
- দেশে ফিরবে ভূমধ্যসাগরে ভাসমান ৬৪ বাংলাদেশি
- উপজেলার শেষ ধাপের ভোট খুব ভালো হয়েছে : ইসি সচিব
দেশের ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় নতুন নতুন খাল অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।