ইংরেজির পরিবর্তে বাংলায় লিখে মোবাইল ফোনে এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠালে খরচ হবে অর্ধেক। অর্থাৎ ইংরেজিতে লিখলে যেখানে ৫০ পয়সা দিতে হয়, সেখানে বাংলায় লিখলে দিতে হবে ২৫ পয়সা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সংস্থাটির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপ-পরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত নির্দেশনাটি আসে গত ১৩ জুন।
তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন। এরপরই বিষয়টি সামনে চলে আসে।
ইতিমধ্যে বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো। যা ২০ জুন থেকে কার্যকর।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এবং রবি, বাংলালিংক ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা পাঠানো হয়েছে।
- ৩০ লাখ শহীদকে এখনও চিহ্নিত করা যায়নি : প্রধানমন্ত্রী
- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানের পদত্যাগ
- রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থতার দায় স্বীকার করল জাতিসংঘ
২০১০ সালের ১৫ আগস্ট থেকে এসএমএস প্রতি ৫০ পয়সা খরচ ধরা হয়।
মন্ত্রী লিখেন, বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়, কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএমএস পাঠান ইংরেজির অর্ধেক দামে।