চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটের পাশের একটি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়েছে।
বৃহস্পতিবার সকালে চাক্তাই ভেড়া মার্কেটের একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। আমাদের পাঁচটি ইউনিটের ১৩টি গাড়ি সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বিভিন্ন মালিকের অন্তত ১০০টি বসত ঘর ও চারটি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এবং আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন জানান। তার নেতৃত্বে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
- আরও পড়ুন, উত্তরায় বিমানের দুর্নীতিবাজদের গোপন বৈঠক
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ভেড়া মার্কেটের আরেকটি বস্তিতে আগুন লেগে আটজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।