ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা
অভিস্কা ফার্নান্দো। ছবি : ইন্টারনেট

মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। মঝে একটু জ্বলে উঠার চেষ্টা করেও ৩৯ বল থেকে ৪৯ রান করে ফিরেন অভিস্কা ফার্নান্দো।

দলীয় ১৩৩ রানে পরপর আউট হয়ে ফিরে যান কুশাল মেন্ডিস ও জীবন মেন্ডিস। তাই দলটি এখন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। কুশাল ৪৬ রান করেন। ৪৫ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৭ রান।

universel cardiac hospital

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় ইংল্যান্ডের হেডিংলিতে শুরু হয়েছে এই ম্যাচ।

ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এখন পর্যন্ত উড়ন্ত পারফরম্যান্স করে চলেছে তারা। অন্য দিকে শ্রীলঙ্কা ৫ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে। তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট হয়েছে ৪।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে