বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ৮০১, এশিয়ায় ১২৭তম

ক্যাম্পাস প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৮০১তম স্থানে রয়েছে। অপরদিকে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২৭তম স্থান অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএসের সাম্প্রতিক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান বিবেচনায় যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠানটি র‌্যাঙ্কিং মূল্যায়ন করে থাকে।

universel cardiac hospital

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান ও ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের অবস্থান বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেতন রয়েছে এবং শিক্ষার গুণগত মান ও র‌্যাঙ্কিং উন্নয়নে প্রয়াস অব্যাহত রেখেছে।

যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সম্প্রতি একটি জরিপ প্রকাশিত হয়।

এ জরিপে এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান না থাকার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে