সদরঘাটে নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ রয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে পূবালী-৫ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে দুই শিশু পানিতে তলিয়ে যায়।

তারা হলো- মেশকাত (১২) এবং তার বোন নুসরাত (৭)।

universel cardiac hospital

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন ম্যানেজার রায়েদুল ইসলাম জানান, নিখোঁজ দুই শিশুর বাবার নাম মো. বাবুল। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তারা সকালে পরিবারের সঙ্গে বাড়ি থেকে ঢাকায় এসে নামেন। এরপর লঞ্চ থেকে নৌকায় উঠে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। এসময় পূবালী-৫ লঞ্চটি তাদের বহনকারী নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গেলে পাঁচ যাত্রীর মধ্যে বয়স্ক তিন জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।

তিনি বলেন, ওই দুই শিশুকে উদ্ধারে আমাদের পাঁচ জন ডুবুরি কাজ করছেন। এছাড়াও নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে