অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে বৃহস্পতিবার সর্বোচ্চ সংগ্রহ ৩৩৩ রান করার পরেও ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে টাইগারদের হয়ে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। তবে ব্যাটসম্যান হিসেবে নয়, বোলার হিসেবে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটে উড়ন্ত সূচনা পায় অসিরা। ইনিংসের বিশ ওভার অতিক্রম করার পরেও এই দুজনের উইকেটটা তুলতে পারছিলেন না বাংলাদেশের মূল বোলাররা।
এমন সময়ে ত্রাতার ভূমিকায় হাজির সৌম্য। নিজের প্রথম ওভারেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ফিঞ্চকে রুবেল হোসেনের ক্যাচে পরিণত করেন তিনি।
প্রথম ওভারেই উইকেট, সেটাও আবার সেট জুটির, আনন্দে লাফিয়ে উঠেন সৌম্য। অনেকটা পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর স্টাইলে উদযাপন করেন তিনি।
সৌম্যর এমন উদযাপন নজর কেড়েছে আইসিসির। তারা টাইগার তারকার সঙ্গে রোনালদোর উদযাপনের ছবি জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। যে ছবির ক্যাপশনে লেখা হয়, ‘সেপারেটেড এট বার্থ?’
কিন্তু ওই ছবি প্রকাশ হওয়ার পর থেকেই নানারকম ব্যঙ্গাত্মক কমেন্ট পড়তে থাকে। যার বেশিরভাগই ছিল ভারতীয়দের। কয়েকটি কমেন্ট তো প্রকাশ অযোগ্য।
এদের মধ্যে কেউ কেউ এমন তুলনা করায় আইসিসি পেজের এডমিনদের ‘নির্বোধ’ বলেছেন। কেউ কেউ সৌম্যকেও ‘গাধা’ বলে গালি দিয়েছেন। তবে বেশিরভাগেরই দাবি ছিল, পোস্টটি মুছে দেয়ার। তবে এত এত নেতিবাচক কমেন্ট আসার পরও ওই পোস্টটি ডিলিট করেনি আইসিসি।