আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও টেলিভিশন নাটক ও অনুষ্ঠান অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের নিচতলায় সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সংখ্যা ৮১৯ জন হলেও ভোটাধিকার রয়েছে ৬০৬ জনের। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫১৬টি।
প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর, আলী যাকের, সুর্বণা মোস্তফা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশো, মেহজাবিন, সিয়ামসহ অসংখ্যা জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে বেশ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে দেখা গেছে।
টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।
শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ৩৫ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম (৩৪৪), ইকবাল বাবু (২৭৪) ও তানিয়া আহমেদ (২৪৩)। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান (২৮৪) এবং আনিসুর রহমান মিলন (২১৬)।
অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন।
নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।
এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।
এদিকে সংগঠনটির সদস্য শেখ এহসানুল হক নির্বাচন বন্ধের জন্য গত বুধবার আদালতে আবেদন করেন। তার আবেদন আমলে নিয়ে নির্বাচন বন্ধ করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে তিন নির্বাচন কমিশনার ও সংগঠনটির বর্তমান সভাপতির প্রতি আদেশ জারি করেন।
কিন্তু আদালতের চিঠি গ্রহণ না করে নির্বাচন কমিশন ও বর্তমান কমিটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।
- অভিনয়শিল্পী সংঘের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত
- সৌম্যকে রোনালদোর সঙ্গে তুলনা আইসিসির
- বাংলাদেশে সিজারের ৭৭ শতাংশই ‘অপ্রয়োজনীয়’
নিষেধাজ্ঞা ও অভিযোগের বিষয়ে বাদী শেখ মো. এহসানুল হক বলেন, যেহেতু তারা আদালতের আদেশ অমান্য করেছেন, তাই বিষয়টি আমাদের আইনজীবী আদালতকে জানাবেন। আদালত নিশ্চয়ই নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।
এদিকে আদালতের আদেশ অম্যান্য করে নির্বাচন অনুষ্ঠিত করা বিষয়ে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি শহীদুল আলম সাচ্চু বলেন, আমরা আদালতের কোনো চিঠি পাইনি। তাই যথানিয়মে নির্বাচন প্রক্রিয়া শেষ করেছি। এখান থেকে যারা নির্বাচিত হবেন, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব।