‘অসহায়’ ভারতকে ২২৪ রানে আটকে দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

ভারতকে ২২৪ রানে আটকে দিল আফগানিস্তান
ছবি : ইন্টারনেট

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে যে ভারত ৩৫৮ রান করেছিল তারাই আজ আফগানিস্তানের বোলিংয়ের সামনে ‘অসহায়’।

বিশ্বকাপে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২২৪ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেছেন কেদার যাদব।

সাউদাম্পটনে ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায়। স্পিনার মুজিব উর রহমানের বলে বোল্ড হন এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা। ১০ বল খেলে তিনি করেন ১ রান।

এরপর দলীয় ৬৪ রানে ফিরে যান অপর ওপেনার লোকেশ রাহুল। নবীর বলে জাজাইয়ের হাতে ক্যাচ হন তিনি। ৫৩ বলে রাহুলের সংগ্রহ ৩০ রান।

রাহুল ফেরার পর কোহলি ও শঙ্কর মিলে ৫৮ রানের জুটি গড়েন। দলের রান যখন ১২২ তখন রহমত শাহর বলে এলবিডব্লিউ হন শঙ্কর। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। ৪১ বলে শঙ্করের সংগ্রহ ২৯ রান। এর পরপরই ফিরে যান দারুণ খেলতে থাকা কোহলি। দলীয় ১৩৫ রানে নবীর বলে রহমত শাহর হাতে ক্যাচ হন তিনি। ৬৭ রান করতে কোহলি খেলেছেন ৬৩ বল।

কোহলি ফিরে যাওয়ার পর ভারতের রানের গতি কমে যায়। ধোনি ও কেদার যাদবের ব্যাটে একেবারে ধীরে এগোতে থাকে তারা। দুজনে মিলে ৫৭ রানের জুটি গড়েন। দলীয় ১৯২ রানে রশীদের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান ধোনি। ৫২ বলে ২৮ রান করেন তিনি।

৪৯তম ওভারে আফতাব আলমের বাউন্সার ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ ওভারে গুলবদিনের বলে আউট হন মোহাম্মদ শামি ও কেদার যাদব।

আফগানিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ নবী ২টি, রশীদ খান ১টি, রহমত শাহ ১টি,মুজিব উর রহমান ১টি, আফতাব আলম ১টি ও গুলবদিন নাইব ২টি করে উইকেট শিকার করেন। 

ভারতের এটি পঞ্চম ম্যাচ। এর আগের ৪টি ম্যাচের মধ্যে তারা ৩টিতে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর নিউজল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

অন্যদিকে আফগানিস্তান আজ তাদের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে। এর আগের ৫টি ম্যাচেই তারা হেরেছে। ৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। আর শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস: ২২৪/৮ (৫০ ওভার)

(লোকেশ রাহুল ৩০, রোহিত শর্মা ১, বিরাট কোহলি ৬৭, বিজয় শঙ্কর ২৯, মহেন্দ্র সিং ধোনি ২৮, কেদার যাদব ৫২, হার্দিক পান্ডিয়া ৭, মোহাম্মদ শামি ১, কুলদীপ যাদব ১*, জ্যাসপ্রীত বুমরাহ ১*; মুজিব উর রহমান ১/২৬, আফতাব আলম ১/৫৪, গুলবদিন নাইব ২/৫১, মোহাম্মদ নবী ২/৩৩, রশীদ খান ১/৩৮, রহমত শাহ ১/২২)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে