ইরানে হামলার বিষয়টি বাতিল নয়, স্থগিত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার থেকে ইরানের ওপর নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়ে জানিয়েছেন, তার দেশ ইরানের ওপর হামলার পরিকল্পনা বাতিল করেনি, সময় পিছিয়েছে মাত্র। খবর আল আরাবিয়ার।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, আচরণ পরিবর্তন না করলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।

universel cardiac hospital

মার্কিন ড্রোন ভূপাতিত করার পর ইরানে হামলা বিষয়ে তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের ক্রমবর্ধমান হুমকি ও তৎপরতা বন্ধে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার কার্যক্রম চলমান রয়েছে।

সাময়িক কারণে এখনই হামলা চালানো হচ্ছে না। আপাতত এটি স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি।

প্রসঙ্গত, ইরান গত সোমবার একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে। এর জবাবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন

কিন্তু ওই নির্দেশের পরপরই তা প্রত্যাহার করা হয়। ট্রাম্প বলেন, ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ নিতেই ওই হামলার আদেশ দেয়া হয়েছিল।

ট্রাম বলেন, নির্দেশ দেয়ার পর আমি জেনারেলকে বলেছি- যে তিনটি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছি তাতে কতজন মারা যেতে পারে?

উত্তরে সেনা কর্মকর্তা বলেছিলেন, কমপক্ষে দেড়শ’ জনের মৃত্যু হতে পারে। এ কথা শুনে হামলার ঠিক আগমুহুর্তে তা বন্ধের নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে