এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড : রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের জামিন

আদালত প্রতিবেদক

রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের জামিন
লিয়াকত আলী খান মুকুল। ছবি : সংগৃহিত

রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন।

আজ রোববার আদালতের আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তা মঞ্জুর করেন। শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়।

universel cardiac hospital

আসামি পক্ষের আইনজীবী এস কে আবু সাঈদ জামিনের শুনানিতে বলেন, আসামির বয়স ৬০ বছরের বেশি। এছাড়া তিনি অসুস্থ। তাকে জামিন দিলে তিনি পালাবেন না।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছিলেন। সেই ভবনটি নির্মাণ করেছিল রূপায়ন গ্রুপ।

অগ্নিকাণ্ডের ঘটনায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, তাজভীরুল ইসলাম ও জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে আসামি করে মামলা করা হয়।

গত ৬ মে ফারুকের জামিন মঞ্জুর করেন আদালত এবং গত ১১ এপ্রিল অপর আসামি ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাজভীরুলকে জামিন দেন মহানগর হাকিম আদালত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে