রশিদ খানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

ফাইল ছবি

বিশ্বকাপের ৩১তম ম্যাচে আগামীকাল সোমবার বিকালে সাউদাম্পটনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান।

এ ম্যাচে জিতলে সেমিফাইনালের আশা জিইয়ে থাকবে টাইগারদের। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে তারা।

universel cardiac hospital

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশ কেমন হবে তা নিয়ে কৌতুহলী ক্রিকেটপ্রেমীরা। এ লড়াইয়ে দলে আসতে পারে দুটি পরিবর্তন।

সাব্বির রহমানের জায়গায় ঢুকতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হতে পারেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

এবারের বিশ্বমঞ্চে দারুণ খেলছিলেন সাইফ-সৈকত। তবে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তারা। এখন ফিট দুইজনই।

বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানের বিপক্ষে সাইফ-সৈকতের খেলার সম্ভাবনা বেশি। গত ম্যাচে সাব্বির-রুবেল খারাপ করায় ভালোভাবেই তাদের অভাব টের পাওয়া গেছে। এখন পুরোপুরি সুস্থ হলেই হয়।

এই দুটি ছাড়া বাংলাদেশ একাদশে আর কোনো রদবদলের সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলা সবাই থাকছেন। আবার সাব্বির-রুবেল থেকে যেতে পারেন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে