আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা
সৌদি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা। ছবি: সংগৃহিত।

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। খবর আল-জাজিরার।

হুথি পরিচালিত আলমারিসা টেলিভিশনের খবরে বলা হয়েছে, রবিবার আভা ও জিজান বিমানবন্দর ড্রোন হামলা চালানো হয়।

universel cardiac hospital

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইরানি সমর্থিত হুথি মিলিশিয়া আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে একজন সিরিয়ান ব্যক্তি নিহত হয়েছে এবং ৭ জন বেসামরিক লোক আহত হয়েছে।

সৌদির আল আরাবিয়া টিভি জানায়, আভা বিমানবন্দরের গাড়ি পার্কে সন্দেহভাজন ড্রোন আঘাত করে।

এছাড়া এ মাসের শুরুর দিকে এই আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ওই হামলায় ২৬ জন আহত হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে