টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

এজবাস্টনে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি পাকিস্তান আর নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট) টস হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সেটা হয়নি। আধা ঘন্টা দেরিতে টস হয়েছে।

universel cardiac hospital

ম্যাচও এক ঘন্টা পিছিয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে দুই দল মাঠে নামবে। তবে ম্যাচ দেরিতে শুরু হলেও ওভার কাটা হবে না। নতুন করে বৃষ্টি শুরু না হলে দুই দলই পুরো ৫০ ওভার করে পাবে।

পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম-উল-হোক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে