নিউ সাউথ ওয়েলসে বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক বাড়িতে আগুন লেগে তিন শিশু নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিডনির ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমের সিঙ্গেলটনের ওই বাড়িতে দমকল কর্মীদের ডাক পড়ে।

বাড়িটির ভেতর থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ বছর বয়সী দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

প্রতিবেশীরা বাড়িটি থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করতে পেরেছে। ওই নারীর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

বাড়িটিতে ছয়জন বাস করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। 

কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপার চাদ গিলিস জানিয়েছেন, দমকল কর্মীরা এসে প্রতিবেশীদের ওই বাড়ির আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ঘটনাটি ভয়ানক ছিল, অত্যন্ত ভয়ঙ্কর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কীভাবে আগুন লেগেছে তা বের করতে তদন্ত শুরু করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

সিঙ্গেলটনের অবস্থান হান্টার ভ্যালিতে। জনপ্রিয় এই পর্যটন অঞ্চলটি ওয়াইন উৎপাদনের জন্য পরিচিত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে