বিশ্বকাপের ৩৪তম ম্যাচে ভারতকে নাগালের মধ্যেই রাখলো ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলেছে ভারত।
ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দারুণ ফর্মে থাকা ওপেনার রহিত শর্মাকে ১৮ রানে ফেরান কিমার রোচ। আরেক ওপেনার লোকেশ রাহুলকে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন অধিনায়ক বিরাট কোহলি। তাদের ৬৯ রানের জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৪৮ রানে তাকে বোল্ড করেন জেসন হোল্ডার।
বিজয় শঙ্করও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১৪ রানে কিমার রোচের দ্বিতীয় শিকার হন তিনি। পাঁচে নামা কেদার যাদবও ছিলেন আশা যাওয়ার মধ্যেই। ৭ রানে তিনিও শিকার হন রোচের। এই ঝড়ের মধ্যেই ৭২ রানে বিরাট কোহলি পড়ে গেলে চাপে পড়ে ভারত।
- আরও পড়ুন >> বিয়ে করছেন রণবীর-আলিয়া
এরপর জুটি গড়েন হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি। ধোনি ধীর গতিতে খেললেও রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পান্ডিয়া। ৭০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন।
৪৯তম ওভারে পান্ডিয়া ফেরেন ৪৬ রানে। ওই ওভারেই শূন্য রানে মোহাম্মদ সামিকেও ফেরান কটরেল। শেষ দিকে ঝড় তুলে ধোনি অরাজিত থাকেন ৫৬ রানে।
স্কোর:
ভারত ২৬৮/৭ (৫০)
লোকেশ রাহুল ৪৮ (৬৪), রহিম শর্মা ১৮ (২৩), বিরাট কোহলি ৭২ (৮২), বিজয় শঙ্কর ১৪ (১৯), কেদার জাদব ৭ (১০), এমএস ধোনী ৫৬ (৬১), হার্দিক পান্ডিয়া ৪৬ (৩৮), কুলদীপ ইয়াদভ ০ (১)
বোলার : শেলডন কটরেল ১০-০-৫০-২, কিমার রোচ ১০-০-৩৬-৩, ওশানে থমাস ৭-০-৬৩-২, ফ্যাবিয়ান অ্যালেন ১০-০-৫২-০, জেসন হোল্ডার ১০-২-৩৩-২, কার্লস ব্রাথওয়েট ৩-০-৩৩-০