পুরনো ডিএজি-এএজিদের পদত্যাগের নির্দেশ

বিশেষ প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফাইল ছবি

সুপ্রিম কোর্টে সরকারের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) মধ্যে যারা ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন, তাদের পদত্যাগ করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেকে তাদেরকে এ নির্দেশ দেন বলে জানা গেছে।

universel cardiac hospital

ইতোমধ্যে কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।

অ্যাটর্নি জেনারেল অফিসের সূত্রমতে, বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

তাদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে