আবারও ভারতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এবারে দুর্বত্তদের গুলিতে নিহত হয়েছেন হরিয়ানা রাজ্যের কংগ্রেসের মুখপাত্র বিকাশ চৌধুরী। বৃহস্পতিবার সকালে দিল্লির অদূরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ফরিদাবাদের একটি জিমে গিয়েছিলেন বিকাশ চৌধুরী৷ জিম থেকে বের হতেই তাকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি গুলি চালায় দুষ্কৃতীরা৷ এরপরই তারা মারুতি সুজুকি গাড়ি করে পালিয়ে যায়।
কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত ধরতে রাজ্য সরকারের প্রতি আবেদন জানানো হয়েছে।
কংগ্রেসের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, কংগ্রেস নেতার ওপর হওয়া এমন সহিংস ঘটনার জন্য আমরা গভীর ভাবে আহত এবং ক্ষুব্ধ।আমরা চাই হরিয়ানা সরকার যত দ্রুত সম্ভব এই ঘটনার বিচার করুক। নিহতের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
হরিয়ানা কংগ্রেসের সভাপতি অশোক তানওয়ার এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, একেই বলে ‘জঙ্গলের রাজত্ব’। এখানে আইনকে কেউ ভয় পায় না। একই ধরনের ঘটনা গতকালও ঘটেছে। একজন নারী যৌন নিপীড়নের প্রতিবাদ করায়, তাকে ছুরি মারা হয়েছে।
তিনি আরও বলেন, এই বিষয়ে তদন্ত চালানো উচিত।
৩৮ বছর বয়সী বিকাশ চৌধুরী সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।