মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদক

নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুক্রবার এক শোকবার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী দেশে ও প্রবাসে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নূরনবীর অবদানের কথা স্মরণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

universel cardiac hospital

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরনবী। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

২৮ বছরের বেশি সময় নিউ ইয়র্কে বসবাস করলেও অভিবাসী মর্যাদা না পাওয়ায় বছর দুই আগে দেশে ফেরেন নূরনবী। এরপর ক্যান্সারে আক্রান্ত হলে তিনি চিকিৎসার জন্য ভারতে যান।

সেখানে বেশ কয়েক সপ্তাহ চিকিৎসা করলেও চিকিৎসকরা কোনো আশা দিতে না পারায় দেশে ফিরে আসেন একাত্তরের এই মুক্তিযোদ্ধা। শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, নূরনবীকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে