খুব বেশিদিন আগের কথা নয়; দক্ষিণ বিপক্ষে তাদের ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয় শ্রীলঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮-০ ব্যবধানে সিরিজ হারে লঙ্কানরা। এরপরেই দলের অধিনায়ক থেকে বরখাস্ত করা হয় লাসিথ মালিঙ্গাকে।
সেই সিরিজের পর মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা দল। সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের শেষ চারের লড়াইয়েও টিকে আছে তারা। যেখানে ইতোমধ্যেই বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
চেস্টার লি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে শ্রীলঙ্কা আজ জিতে গেলেই জমে উঠবে শেষ চারে ওঠার লড়াই। সেই লক্ষ্য পূরণেই টসে হেরে আগে ব্যাট করতে হবে তাদের।
দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এইডেন মারক্রাম, রাশি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, ইমরান তাহির।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, জীবন মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।