জাতিসংঘ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সাল থেকে গড়ে প্রতিদিন একজন শরণার্থী শিশু মারা যাচ্ছে৷ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এদের বেশিরভাগের মৃত্যু ঘটছে বলে তাদের দাবি৷ আইওএম-এর প্রতিবেদনটির শিরোনাম দেয়া হয়েছে- ফ্য়াটাল জার্নি৷
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে৷ ডয়চে ভেলে।
রিও গ্রান্দে নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করার সময় মেক্সিকান বাবা ও সন্তানের মৃত্যু নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে৷ এর কয়দিন পরই প্রকাশ হলো এই প্রতিবেদন৷
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ৩২ হাজার শরণার্থী নিহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন৷ এর মধ্যে ১৮ বছরের কম বয়সির সংখ্যা ১,৬০০৷ এদের মধ্যে ৬ মাসের কম বয়সি শিশুও রয়েছে৷
- ৪ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
- প্রধানমন্ত্রীর অর্থবিল উত্থাপন
- সেমির লড়াইয়ে টিকে থাকতে পাকিস্তানের প্রয়োজন ২২৮
সংস্থাটির গ্লোবাল মাইগ্রেশন ডেটা অ্যানালিস্ট ফ্রাঙ্ক লাক্সকো জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে, আমাদের মনে রাখতে হবে, শরণার্থীদের মধ্যে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার৷
গবেষকরা আশঙ্কা করছেন, বাস্তব সংখ্যা প্রতিবেদনের চেয়েও বেশি হতে পারে৷ অনেকের মরদেহ কখনই শনাক্ত করা সম্বব হয়নি৷ শিশুদের মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ করা আরও কঠিন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের বয়স নির্ধারণে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না৷