সংসদে আলোচিত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

সাবেক আইন প্রতিমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য কামরুল ইসলাম আলোচিত হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

universel cardiac hospital

বরগুনার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, কিন্তু সামাজিক অবক্ষয় হয়েছে। মানুষের মধ্যে পশুবৃত্তি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দুই দিন আগে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য কেউই এগিয়ে যাচ্ছে না। এ রকম ঘটনা দ্রুততম সময়ে বিচার করা উচিত।

এই সংসদ সদস্য বলেন, নিম্ন আদালতের রায় পেয়েই বলা যাবে না, ঘটনার বিচার হয়েছে। নিম্ন আদালতে সফলভাবে রায় হচ্ছে, তবে উচ্চ আদালতে হাইকোর্ট-আপিল বিভাগে আটকে থাকছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের কথা বলছেন। নুসরাত হত্যার বিচার চলছে। মানুষ দ্রুত রায় কার্যকর দেখতে দেখতে চায়। এই ধরনের মামলার বিচার দ্রুততম সময়ে করার সুপারিশ করেন কামরুল ইসলাম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে