মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৪ জন অভিবাসী গ্রেফতার

প্রবাস ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী গ্রেফতার
ছবি : ইন্টারনেট

মালয়েশিয়ায় চলমান অভিযানে বাংলাদেশিসহ ৯৪ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এ অভিযানে দেশটির রাজধানী পুলিশ প্রধান দাতুক সেরি মাজলান লাজিমের নেতৃত্বে ১৯৭ জন পুলিশ কর্মকর্তা এবং অভিবাসন বিভাগের ৬ জন কর্মকর্তা অংশ নেন।

universel cardiac hospital

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দিনভর নগরীর সেতাপাক, বান্ডার তাসিক সালাটান এলআরটি স্টেশন, জালান তুন সামান্তান, জালান সেপাদু ক্লাং লামা, শ্রীপেটলিং, কোটা রায়া বাস স্টেশন, জালান চৌকিট, পাসার চৌকিট, জালান আলোর, লরং মরবোউ, জালান কেনাঙ্গা, জালান সেগাম্বুত পুসাত, জালান ইপুহ, তামান সেরি কুচিং ও জালান তুন রাজাকের অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে।

এ সময় গ্রেফতার এড়াতে অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন।

দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে ২৭১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ৩১ জন বাংলাদেশি, মায়ানমারের ২৮, ভিয়েতনামের ২, পাকিস্তানের ২, ভারতের ৫, নেপালের ৪, ইন্দোনেশিয়ার ১১, আফ্রিকার ১১ জনসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করে।

মাজলান লাজিম জানান, আটককৃতদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।

আটককৃতদের পরবর্তী পদক্ষেপের জন্য জিনজ্যাং লকআপে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে