গাজীপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩

সারাদেশ ডেস্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৪জন।

আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে বলে মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ রামপ্রসাদ জানান।

universel cardiac hospital

আগুনে দগ্ধ হয়ে নিহত তিনজনের মধ্যে একজনের নাম জানা গেলেও এখনও দুইজনের নাম জানা যায়নি। নাম জানতে পারা ব্যক্তি হলেন রাসেল (৩২)। তিনি একজন নিরাপত্তাকর্মী।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ জানান, অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এছাড়া আশেপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। পানি সংকট ও কারখানার ভেতরের রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ মিল কর্তৃপক্ষ জানাতে পারেনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে