টানা দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উঠেছে পেরু।
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে খেলাটি অনুষ্ঠিত হলো।
খেলার প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ১৯৭৫ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা পেরু। সতীর্থের বাড়ানো ক্রসে আন্দ্রে কারিলো হেড করার পর দূরের পোস্টে থাকা এদিসন ফ্লোরেস দারুণ ভলিতে জাল খুঁজে নেন।
আরেকটি গোল হয় ৩৮তম মিনিটে। ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের লম্বা করে বাড়ানো বল কারিলো নিয়ন্ত্রণ নেওয়ার আগে বিপদমুক্ত করতে পোস্ট ছেড়ে বেরিয়ে যান চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াস। কিন্তু আটকাতে পারেননি। কারিলোর ক্রস বুক দিয়ে নামিয়ে ভলিতে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন জসিমার জোতুন।
- আরও পড়ুন >> ৪১৯ যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট
দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে রেনাতোর থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে পাওলো গেররেরো গোল করলে চিলির ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।
খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল চিলি। কিন্তু এদুয়ার্দো ভারগাসের দুর্বল স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক পেদ্রো গালেসে।
এরপর রিও দে জেনেইরোতে আগামী রোববার রাত ২টায় শিরোপা লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।