ক্যালিফোর্নিয়ায় গত ২ দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বৃহস্পতিবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি এই অঙ্গরাজ্যে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্প চলাকালীন কমপক্ষে চারটি বড় ধরনের মৃদু কম্পন রেকর্ড করা হয়।

ভূমিক্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেস থেকে ১৫০ মাইল দূরে রিজেক্রেস্টে।

ভূমিকম্পের কারণে কিছু  ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের দফতরের মুখপাত্র ব্র্যাড অ্যালেক্সান্ডার বলেন, ভূমিকম্পের পর কয়েক জায়গায় আগুন লেগে যায়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছে। তবে এখনও ভূমিকম্পের শঙ্কা আছে।

রিজেক্রেস্টের মেয়র পিগি ব্রেডন জানিয়েছেন, জিনিসপত্র পড়ে কিছু মানুষ আটকে পড়েছিলেন। গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে এক টুইটে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে