সহজ লক্ষ্য তাড়া করে জয়ের পথে ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩২.৪ ওভারে ১ উইকেটে ১৯৮ রান।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে ভর করে ভারতকে মাত্র ২৬৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। আজ শনিবার লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। নির্ধারিত ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৬৪ রান।
ব্যাট হাতে নেমে মাত্র ৫৫ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে সম্মানজনক ইনিংস খেলার পথে নিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাহিরু থিরিমান্নে।
এ দুজন ১২৪ রানের দারুণ একটি জুটি গড়েন। তবে দলীয় ১৭৯ রানে বিদায় নিয়েছেন থিরিমান্নে। আউট হওয়ার আগে করেছেন ৫৩ রান।
থিরিমান্নে ফিরে গেলেও ম্যাথুস খেলা চালিয়ে যান। পূরণ করেন সেঞ্চুরিও। ৪৯তম ওভারে দলীয় ২৫৩ রানে আউট হন ম্যাথুস। ১২৮ বল থেকে ১০টি চার ও দুটি ছক্কার মারে ১১৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। চলতি বিশ্বকাপে ম্যাথুসের এটিই প্রথম সেঞ্চুরি। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা ২৯ রানে অপরাজিত থাকেন।
- লিভার ট্রান্সপ্লান্ট : ভারতের তুলনায় কম খরচে বঙ্গবন্ধু মেডিকেলের সাফল্য
- দোজখের ভয় দেখিয়ে ৮ মাদ্রাসাছাত্রীকে মাওলানার ধর্ষণ
- স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন : স্পিকার
১৩ পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে পয়েন্ট টেবিলে সবার ওপরেই থাকবে। আর অস্ট্রেলিয়া হেরে ভারত জিতলে ভারত চলে যাবে শীর্ষে।
লিগ পর্বে যে দলটি শীর্ষে থাকবে তাদের সঙ্গে নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে খেলবে ইংল্যান্ড।