এখনও শঙ্কামুক্ত নন এরশাদ: জিএম কাদের

মত ও পথ প্রতিবেদক

এরশাদ-জিএম কাদের
এরশাদ-জিএম কাদের । ফাইল ছবি

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

universel cardiac hospital

জিএম কাদের বলেন, ‘রোববার সকাল ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।’

তিনি বলেন, ‘মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছে, উনি এখনও শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’

এরশাদের লাইফ সাপোর্ট বহাল রয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘সকালে যখন দেখেছি তখন ওনার ডায়ালাইসিস চলছিল হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে। এই মেশিনটি সম্ভবত বাংলাদেশে শুধু সিএমএইচ হাসপাতালে রয়েছে।’

এর আগে সকালে জাতীয় পার্টির বনানী অফিসেই এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে