গান্ধী পরিবারের কেউ কংগ্রেস সভাপতি হচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক

গান্ধী পরিবার
ছবি : ইন্টারনেট

রাহুল গান্ধী হাজারো বাধা উপেক্ষা করে অবশেষে ভারতের প্রাচীন ও অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন৷

ইস্তফার আগে তিনি দলকে জানিয়েও দিয়েছিলেন তার বিকল্প খুঁজে রাখতে৷ তার ইস্তফা আটকাতে দল তৎপর হলেও শেষপর্যন্ত দলের সভাপতির পদ ছেড়ে দেন রাহুল৷

universel cardiac hospital

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কংগ্রেসের নতুন সভাপতির হতে পারেন সুশীলকুমার শিন্ডে অথবা মল্লিকার্জুন খাড়গে এবং গত সপ্তাহেই সেই আভাস পাওয়া গেছে৷

আনন্দ শর্মা, আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদ, পি চিদম্বরম, দীপেন্দর হুডা এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো সিনিয়র নেতারা দিল্লিতে উপস্থিত হন বৈঠকের জন্য৷ কিন্তু সেই বৈঠকেই উপস্থিত থাকছেন না রাহুল গান্ধী৷

তিনি সাফ জানিয়েছেন, নতুন নেতা অনুসন্ধানের প্রক্রিয়ায় তিনি থাকতে রাজি নন৷

শুধু রাহুলই নন, তার মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীও এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন৷ পিভি নরসিমহা রাও এবং সীতারাম কেশরীর পর এই নিয়ে তৃতীয়বার নেহরু-গান্ধী পরিবারের বাইরে কোনো ব্যক্তি কংগ্রেসকে নেতৃত্ব দিতে চলেছেন৷

২০১৭ সালে সোনিয়া গান্ধীর পর কংগ্রেস প্রধানের দায়িত্ব নেন রাহুল গান্ধী৷ তবে দু’বছরের মধ্যে, লোকসভা নির্বাচনে দলের আশানুরুপ ফল না হওয়ার দায়িত্ব নিজে কাঁধে নিয়ে ইস্তফার সিদ্ধান্ত নেন রাহুল৷

চলতি সপ্তাহেই এ পদ ছাড়েন তিনি৷ আর তারপর থেকেই কংগ্রেস সভাপতির পদ নিয়ে জল্পনা শুরু হয়৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে