আশ্বাসে রাস্তা ত্যাগ করলেন রিকশাচালকরা

ডেস্ক রিপোর্ট

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলনরত রিকশাচালক ও মালিকরা রাস্তা ছেড়ে চলে গেছেন। সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে- এমন আশ্বাসে রিকশাচালকরা আজকের মতো রাস্তা ত্যাগ করেন।

আজ সোমবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে রিকশাচালকরা অবস্থান, মিছিল ও সড়ক অবরোধ করেন। এরপর দুপুর দেড়টার দিকে মুগদা ৬নং ওয়ার্ড কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম, মান্ডা ৭১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭২নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুজ্জামান খায়রুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বাসে তারা সড়ক ছেড়ে চলে যান।

universel cardiac hospital

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রিকশাচালকদের আশ্বাস দেন, এ বিষয়ে সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।

রিকশাচালকরা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এ বিষয়ে সুরাহা না হলে তারা আবারও আন্দোলনে নামবেন।

এর আগে গত ৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে রাজধানীর দু’টি রুটে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলে রিকশাচালকরা প্রধান সড়কে উঠতে পারেননি। পাশাপাশি দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরাও।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে