প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা নিলেও বাংলাদেশ ঋণের ফাঁদে পড়বে না।
তিনি বলেন, জিডিপির তুলনায় বাংলাদেশে বিদেশি ঋণ এখনো বেশ কম। বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো ব্যর্থ হয়নি। এ নিয়ে সুনাম আছে।
আজ সোমবার চীন সফর নিয়ে গণভবনে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতায় তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ার বিষয়ে প্রশ্নে শেখ হাসিনা বলেন, উনি তিস্তার পানি দেননি, উনি দুঃখ করে বলছেন ইলিশ মাছ পাচ্ছেন না। আবার বলছে তিস্তায় পানি নাই। আমি বলতে চাই আমাদের পররাষ্ট্র নীতি খুব পরিস্কার সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়। আপনার যদি লক্ষ্য করে থাকেন দেখবেন আমরা সরকারে আসার পর থেকে সেটা সম্পূর্ণ মেনে চলছি। আমাদের সাথে সকলেরই ভালো বন্ধুত্ব।
গত ১ থেকে ৫ জুলাই করা এ সফরে চীনের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে চুক্তি হয়েছে। একজন সাংবাদিক জানতে চান, চীনের সঙ্গে চুক্তি করে পাকিস্তান, চীন বেকায়দায় আছে। বাংলাদেশেরও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঋণ নিয়ে বেশ সতর্ক। আর আমাদের বৈদেশিক ঋণের বোঝাটা খুব বেশি না। জিডিপির ১৪ ভাগ ঋণ আমাদের। সেটা কিন্তু আমরা সময়মতো পরিশোধ করি। আজ পর্যন্ত আমরা এখানে হিসেব করেই চলছি, কাজেই আমরা যেটা নেই হিসেব করে নেই।
এক সময়ের বন্ধু যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, কার সাথে কার কী যুদ্ধ এবং কার সাথে কার কী মনোমালিন্য সেটা আমার দেখার দায়িত্ব না। আমার দেখার দায়িত্ব হচ্ছে, আমার দেশের উন্নয়নে কে আমাকে সহযোগিতা করছে, কে কী অবদান রাখছে।
তিনি বলেন, মিয়ানমার এত বড় একটা ঝামেলা ফেলল, তাও আমরা কিন্তু মিয়ানমারের সঙ্গে ঝগড়া করতে চাইনি। বরং আমরা আলোচনা চালিয়ে গেছি। এখনও আমরা আলোচনা চালাচ্ছি বা কথা বলছি। আমার কাজ করার ধরণটা একটু আলাদা , আমি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলতে চাই।
- অংশগ্রহণমূলক নতুন নির্বাচন দাবি বিএনপির
- অর্থনীতির উন্নতি চাইলে গ্যাসের মূল্যবৃদ্ধি মেনে নিতে হবে : প্রধানমন্ত্রী
- দেশে ২৬ লাখ ৭৭ হাজার বেকার
প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার সাথে চীনের একসময় ভালো বন্ধুত্ব ছিল, এখন আবার তাদের সাথে খারাপ সম্পর্ক। আমাদের চেষ্টা থাকবে কে কী করে সেটা দেখা না, কতটুকু আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি করতে পারি, আমাদের দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা কাদের কাছ থেকে সাহায্য পাব সেটাই বিবেচ্য বিষয়। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি।