হাটহাজারীর তুহিন হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট দাখিল

সারাদেশ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীর চাঞ্চল্যকর স্কুলছাত্রী তুহিনকে (১৩) ধর্ষণ করে খুন ও লাশ গুমের ঘটনায় মামলা দায়েরের ৯ মাস ২৬ দিনের মাথায় মঙ্গলবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ।

এ মামলায় প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ ওরফে মুন্না (২২) এবং অপর দুই আসামি মুন্নার বাবা শাহ জাহান সিরাজ (৫২) ও মা নিগার সুলতানার (৪৫) বিরুদ্ধে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। বর্তমানে আসামি মুন্না কারাগারে রয়েছে। তবে আদালতে এই অভিযোগপত্রের শুনানি না হওয়া পর্যন্ত মামলার অপর দুই আসামি শাহ জাহান সিরাজ ও নিগার সুলতানা উচ্চ আদালত থেকে জামিনে নিয়েছেন।

universel cardiac hospital

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মামলায় প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্না ও অপর দুই আসামি তার পিতা শাহ জাহান সিরাজ ও মা নিগার সুলতানার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। আদালতের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সুপারিশ করা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর শাহনেওয়ার সিরাজ মুন্না হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী তাছনিম সুলতানা তুহিনকে পৌর এলাকার ফটিকা শাহজালাল পাড়া সালাম ম্যানশনের ৪র্থ তলার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। তুহিন চিৎকার দিলে মুন্না তার মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে তার বাবা-মার সহযোগিতায় তুহিনের লাশ ঘরের সোফার নিচে প্লাস্টিকের বস্তায় ভরে গুম করা হয়। ঘটনার পর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পালাতে গিয়ে মুন্না পুলিশের হাতে ধরা পড়ে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তুহিনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নার বাবা-মা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আলেম সমাজ এবং হাটহাজারীর সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে