না ফেরার দেশে পাড়ি জমালেন মুহাম্মদ জাহাঙ্গীর

বিশেষ প্রতিবেদক

মুহাম্মদ জাহাঙ্গীর

না ফেরার দেশে পাড়ি জমালেন সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর।

ঢাকার আসগর আলী হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে তার ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান।

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসিসে (রক্তের ক্যানসার) ভুগছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জাহাঙ্গীর সত্তরের দশকে পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্ত হন টেলিভিশনে।

নব্বইয়ের দশকের শেষ দিকে বিটিভির লাইভ আলোচনা অনুষ্ঠান অভিমতের সঞ্চালক ছিলেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তার বিচরণ ছিল।

ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর। গণমাধ্যম ও সাংবাদিকতা বিষেয় ২৫ বই লিখেছেন তিনি।

সেই সঙ্গে তিনি ছিলেন নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়ক, আর্ন্তজাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য।

অপূর্ব জাহাঙ্গীর জানান, বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার বাবার জানাজা হবে। আছরের পর শান্তিনগরের কুলসুম টাওয়ারের উল্টো দিকের মসজিদে হবে আরেক দফা জানাজা। পরে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে