রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সারাদেশ ডেস্ক

বগি লাইনচ্যুত
বগি লাইনচ্যুত - ছবি : সংগৃহিত

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছীতে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারি নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

universel cardiac hospital

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মূষলধারে বৃষ্টির কারণে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছীর পশ্চিমে দিঘলকান্দি ঢালানের কাছে এসব বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের টেলিযোগাযোগ ও সংকেত শাখার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তেলবাহী বগিগুলো লাইনে তুলতে অনেক সময় লাগবে। এ কারণে বুধবার রাতের ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসসহ সকল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রাতের ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকেটের মূল্য ফেরত প্রদান করা হচ্ছে। অন্যদিকে তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তার জন্য অবস্থান নিয়েছে র‌্যাব সদস্যরা।

জানা গেছে, তেলবাহী ওই ট্রেনটি ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে হলিদাগাছিতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছেছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে