ই-মেইল ফাঁস : যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত কিম ড্যারখ

ই-মেইল ফাঁসের ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম ড্যারখ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা পদত্যাগপত্রে কিম লিখেছেন, তার পক্ষে এ দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না। আমি যেভাবে দায়িত্ব পালন করতে পছন্দ করি বর্তমান অবস্থায় সেটি সম্ভব নয়।

ই-মেইল ফাঁসের ঘটনার পর গত সোমবার ট্রাম্প কিমকে ‘বোকা’ বলে সম্বোধন করেন। মার্কিন প্রশাসন তার পক্ষে কোনো কাজ করবে না বলেও জানিয়ে দেন।

তেরেসা মে বলেছেন, কিমের এই সিদ্ধান্তে মর্মাহত হয়েছি। তিনি একজন চমৎকার কূটনীতিক ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে