ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

সারাদেশ ডেস্ক

নিহত সিরাজুল ইসলাম বাবু

পাবনার ঈশ্বরদীর পাকশীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি সুবীর দত্ত জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাকশী রেলওয়ে স্টেশনের অদূরের রেললাইন থেকে দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করা হয়।

universel cardiac hospital

নিহত সিরাজুল ইসলাম বাবু (৪২) ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি পাকশীর বাঘইল চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

বাবুর স্ত্রী মালা খাতুন বলেন, তার স্বামী ফজরের নামাজের পর হাঁটতে বের হন। সকাল ৯টায় স্কুলের বাচ্চাদের নিয়ে লালপুর পার্কে বনভোজনে যাবার কথা ছিল তার। ফিরতে দেরি হওয়ায় মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছে স্বামীর মৃত্যুর খবর পান।

ওসি বলেন, রেলপথের উপর দিয়ে হাঁটার সময় বাবু ট্রেনে কাটা পড়েন বলে প্রাশমিকভাবে ধারণা করছেন তারা। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে