বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী শবনম অভিনয়ে বিশেষ অবদানের জন্য পাকিস্তান থেকে আজীবন সম্মাননা পেলেন। ৭ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত লাক্সস্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
পাকিস্তান থেকে শবনম জানিয়েছেন, এর আগেও পাকিস্তান থেকে আজীবন সম্মাননা পেয়েছি। এবারের অনুষ্ঠান আরও অনেক বেশি গর্জিয়াস হয়েছে। মঞ্চে এ সময়ের তরুণ নায়কের সঙ্গে আমাকে পারফর্ম করতে হয়েছে। আমি কৃতজ্ঞ আয়োজকদের কাছে। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় প্রাপ্তি, কত আনন্দের তা ব্যাখা করা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকি সময়গুলো যেন সুস্থ থেকে কাজ করতে পারি। বাংলাদেশের দর্শক আমাকে যেভাবে সম্মানিত করেছেন তা আমার জীবনের সেরা অর্জন।
একই অনুষ্ঠানে পাকিস্তানের আরেক জনপ্রিয় কিংবদন্তি নায়ক নাদিমকেও আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
এদিকে শবনম বর্তমানে পাকিস্তানে আলী তাহেরের পরিচালনায় দেশটির একটি টিভি চ্যানেলে প্রচারিত ধারাবাহিক ‘মোহিনী ম্যানশন কী সিনড্রেলা’তে নাম ভূমিকায় অভিনয় করছেন। বাংলাদেশে সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এতে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না।