২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের কেরালায় ৪ বছরে স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন অন্তত তিন হাজার দু’শ ৬৫ জন নারী। দেশটির সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
যদিও সমাজকর্মীদের মতে, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। স্বামীর দ্বারা প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হলেও সামাজের ভয়ে এই নারীরা প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।
কেরালা রাজ্য সমাজকল্যাণ পর্ষদের পরিসংখ্যান অনুসারে, পারিবারিক সহিংসতার শিকার নারীদের কাউন্সেলিং এবং সহায়তার জন্য রাজ্যের প্রতিটি জেলায় অন্তত একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে রাজ্যে এ ধরনের মোট ১৪টি কেন্দ্র আছে।
২০১৫ সালের পারিবারিক হিংসা প্রতিরোধ আইনে নির্যাতিত নারীদের সহায়তার জন্য এ ধরনের কেন্দ্র তৈরির কথা বলা হয়েছে।
- মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশিসহ আটক ৫২৫
- এক জেনারেলের পতনের মধ্য দিয়ে আরেক জেনারেলের ক্ষমতা দখল
- হজ ইস্যুতে সৌদি-কাতার পাল্টাপাল্টি অভিযোগ
পরিসংখ্যান বলছে, ২০১৫-২০১৬ সালে রাজ্যজুড়ে ছয় হাজার ৫১টি পারিবারিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৭১৬টি মামলায় নারীরা নিজের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।
আর ২০১৭-২০১৮ সালে স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন কেরালার নয়শ ১৫ জন নারী।