ট্রেনে বোমা হামলা মামলায় পলাতক সাত আসামির আত্মসমর্পণ

পাবনা প্রতিনিধি

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা
তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ট্রেনের কামরায় গুলি ও বোমা হামলার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক সাত আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার দুপুর পৌনে ১টার দিকে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলীর আদালতে তারা আত্মসমর্পণ করেন।

universel cardiac hospital

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আক্তারুজ্জামান মুক্তা বিষয়টি জানান।

জানা যায়, এ মামলায় ৫২ জন আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, নয়জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও চারজন ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আত্মসমর্পণ করেছেন- আমিনুল ইসলাম আমিন, রবি, মামুন, আবুল কালাম। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে- হুমায়ূন কবির দুলাল, রনো রিয়াজী, চাঁদ আলী আত্মসমর্পণ করেছেন। এরা সবাই ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে