হিমালয়কন্যা নেপাল বিদেশি পর্যটকদের ভ্রমণ ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির অভিবাসন বিভাগ বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ জুলাই থেকে পর্যটন ভিসার নতুন ফি কার্যকর হবে।
দেশটির ইংরেজি দৈনিক হিমালয়ান টাইমস এক প্রতিবেদনে বলছে, নেপালের পর্যটন ভিসার ফি গত এক দশক ধরে বাড়ানো হয়নি। তাই গত মে মাসে সরকার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি পর্যটকদের ভিসার জন্য ১৭ জুলাই থেকে ৫ থেকে ৩৫ ডলার (বাংলাদেশি প্রায় ৪২২ থেকে ২ হাজার ৯৫৭ টাকা) পর্যন্ত অতিরিক্ত ফি দিতে হবে।
তবে ১৫ দিন মেয়াদের ভিসার ফি এখন ৫ থেকে ৩০ ডলার বেশি গুণতে হবে। একই সঙ্গে এই ভিসা দিয়ে একাধিকবার দেশটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।
এছাড়া এক মাস মেয়াদি ভিসার জন্য নতুন ফি অনুযায়ী ৫০ থেকে ৪০ ডলার বেশি দিতে হবে।
- এক জেনারেলের পতনের মধ্য দিয়ে আরেক জেনারেলের ক্ষমতা দখল
- প্রথম শিরোপার দেখা পেতে ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ২৪২
- রাষ্ট্রপতির আদেশক্রমে পুলিশে বড় রদবদল
অভিবাসন বিভাগের পরিচালক এশেঅর রাজ পোডেল বলেন, বিদেশি পর্যটকদের জন্য ভিসা ফি প্রাসঙ্গিক করতেই এই পরিবর্তন আনাটা জরুরি ছিল। নেপাল ভ্রমণ বর্ষ-২০২০ সাল শেষ হওয়ার পর আবারও আমরা এই ভিসা ফি কাঠামোতে পরিবর্তন আনার কাজ করব।
সূত্র : হিমালয়ান টাইমস