রিফাত হত্যাকাণ্ড : আরও ২ জনের স্বীকারোক্তি

বরগুনা প্রতিনিধি

রিফাত হত্যাকাণ্ড : আরও ২ জনের স্বীকারোক্তি
ছবি : সংগৃহিত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি টিকটক হৃদয় ও সন্দেহভাজন গ্রেপ্তার স্কুলছাত্র রাতুল।

আজ রোববার সন্ধ্যার পর বরগুনা সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে তারা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

universel cardiac hospital

এর আগে বিকেলে রিফাত শরীফ হত্যা মামলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে এবং সন্দেহভাজন অভিযুক্ত রাতুল সিকদারকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির মত ও পথকে বলেন, রিমান্ড শেষে দুই অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তারা উভয় রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে