এরশাদের মরদেহ কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে

বিশেষ প্রতিবেদক

এরশাদের শৈশব কাটানো কোচবিহারেও শোক
এইচ এম এরশাদ। ফাইল ছবি

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে নেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ। এর আগে আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয় দ্বিতীয় জানাজা।

সোমবার দুপুর ১২টার দিকে এরশাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে পৌঁছে। সেখানে পার্টির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এরশাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এরশাদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ রাখা হবে সিএমএইচের হিমঘরে। মঙ্গলবার সকাল ১০টায় এরশাদের মরদেহ হেলিকপ্টারে রংপুর নেওয়া হবে। রংপুর শহরের জিলা স্কুল মাঠে চতুর্থ জানাজা শেষে মরদেহ ঢাকায় আনা হবে এবং বিকেলে সামরিক কবরস্থানে দাফন করা হবে।

শারীরিক অসুস্থতার দরুন গত ২৭ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এরশাদকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে