আদালত রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া ‘নিউ নাইন স্টার’ নামের কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের মধ্যে ৯ জন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধন কেন্দ্র এবং প্রাপ্তবয়স্ক ২ জনকে কারাগারে পাঠানো হবে।
১১ সদস্য হলেন- হাবিবুর রহমান দাড়িয়া (৩০), নজরুল ইসলাম (২৭), ফয়সাল আহম্মেদ (১৭), রাকিবুল হাসান (১৬), রমজান আলী (১৭), বাবু মিয়া (১৭), শাহীন হাওলাদার (১৫), তুহিন ইসলাম (১৫), মাহমুদ হীরা (১৫), রনি ইসলাম (১৫) ও সাগর হোসেন (১৬)।
এর আগে গত ১৫ জুলাই তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
- দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটির বেশি
- সাড়ে ৩৬ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস
- এবার ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি শট গান, ৪ রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
ওই ঘটনায় র্যাব তাদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি অস্ত্র আইনে মামলা করে।