তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীসহ ১১৭জন কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে।
১৮ জুলাই (বৃহস্পতিবার) তিতাস বোর্ডের অ্যাকশন প্ল্যানের আওতায় তাদের বদলি করা হয়।
এ মাধ্যমে গত ১৩ দিনে ৮১ প্রকৌশলীসহ ৬৮০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হলো।
সূত্র জানায়, এসব কর্মকর্তা-কর্মচারীদের অনেকে ৪ থেকে ২৫ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির বিতরণ এলাকার একই অফিসে কাজ করে আসছিলেন।
একই কর্মস্থলে বছরের পর বছর থাকায় তারা শক্তিশালী ঘুষ-দুর্নীতির সিন্ডেকেটে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি এ ব্যাপারে একটি প্রতিবেদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর জ্বালানি বিভাগের আদেশে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করে তিতাস।